মুগ্ধবাংলায় আগত সকল অতিথি ও সদস্যদের ধন্যবাদ জানাই! আজ এই পর্যন্ত প্রায় ৩০ জন নতুন সদস্যদের আমরা পেয়ে গেছি। আর মাত্র কয়েকজন নতুন সদস্য হলেই আমরা প্রাক-প্রারম্ভিক স্তর ছেড়ে উঠে আসব মুগ্ধবাংলার আসল পথে। সেইসঙ্গে প্রাক-প্রারম্ভিক উপহারের যে রীতিটি এখনো চালু আছে, তা বন্ধ করে দেব। অর্থাৎ এখন পর্যন্ত যে ৫০ ক্রেডিট দেওয়া হয়েছিল সকল নতুন সদস্যদের সেটি বন্ধ হয়ে যাবে।তাহলে এরপর ডাউনলোড করার জন্য ক্রেডিট পাবেন কোথায়?
বলাই বাহুল্য, এরপর ক্রেডিট পাওয়া সকলের পক্ষে সহজ নাও মনে হতে পারে। তাই যে সকল অতিথিরা প্রায়ই এসে দেখে যান, কি চলছে এখানে, অথচ রেজিস্টার করেন না, তাদের বলছি,রেজিস্টার করে নিন এখনই! কে বলতে পারে, হয়ত আপনিই আমাদের শেষ ভাগ্যবান সদস্য যিনি এই প্রাক-প্রারম্ভিক উপহার পেলেন!
আরও একটা কথা, প্রাক-প্রারম্ভিক পর্ব শেষের পর প্রায় সব নতুন মুগ্ধবাংলা অরিজিনাল রিলিজের জন্য ক্রেডিট কাটা যেতে পারে।তাই সেগুলি যদি পেতে চান, আসুন না, রেজিস্টার করে রাখুন এখনই।
aami aaj i ei natun asadharan blog er sandhan pelam ar member holam........sathe achhi boi porar jonyo......admin o contributor der avinandan o suvechchha
ভাই @banglamax, এই কথাটা ঠিক বুঝলাম না। আপনি তো মনে হয় 11th June - এই সদস্যপদ ৫৫ ছাড়িয়ে গেছে লিখেছিলেন এবং "প্রাক-প্রারম্ভিক উপহারের সময় শেষ!" বলে একটি ঘোষণা করেছিলেন। আবার এখন নতুন একটা ঘোষণা দিলেন।
যাইহোক, যেটা বলার জন্য এসেছিলাম সেইটা বলি আগে - দাদা আপনার বই কিন্তু লিক হচ্ছে, যেহেতু আপনার বই সংখ্যা এখন কম এবং ডাউনলোড ও কম আশা করি সেটা ধরতে পারবেন। ধন্যবাদ।
subha05 ভাই, sajib ভাই পুরাতন পোস্টে নতুন করে কমেন্ট করেছেন বলে এই পোস্টটা আবার recent topic এ উঠে এসেছে। এটা নতুন কোনো ঘোষনা নয়।
sajib ভাই, আপাতত ঠিক করেছি, শারদীয় আকর্ষণ মহালয়ার প্রাক্কালে প্রকাশ করব। তবে অনিবার্য কারণে দিন হয়ত পিছোতেও পারে। তবে আজ রাতে বা কাল বিকালে শারদীয় আকর্ষণের একটা Demo এই সাইটে নতুন টপিক হয়ে আসবে। চোখ রাখুন!
Admin বন্ধুরা, আপনাদের এই প্রচেষ্টা কে স্বাগত..নতুন নতুন comics এর অনুবাদের আশা রাখি কেননা এখন বাংলায় কমিক্স অনুবাদের printed ভার্সন আস্তে আস্তে বিলুপ্তির পথে এগোচ্ছে। যদিও আমার কাছে printed ভার্সন এর আকর্ষণ ই-বুকের তুলনায় অনেক বেশি কেননা হাতে ধরে বই পড়ার মজাই আলাদা। তবুও নতুন নতুন কমিক্স ই-বুকের দৌলতে পড়তে পারছি এই প্রাপ্তিটাই বিশাল। অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।